পকেটের মোবাইল দিয়ে এবার কাগজ ফটোকপি করুন! তাও প্রফেশনাল মানের ডিজিটাল ফটোকপি!

মাঝে মধ্যে দেখা যায় আশেপাশে কোন ফটোকপির দোকান নেই, অথচ বন্ধুর নোট কপি করে নেয়াটা খুব জরুরী। এজন্য আপনাকে দূরে দোকানে গিয়ে ফটোকপি করে মূল কপিটা আবার বন্ধুকে ফেরত দিয়ে তারপর বাসায় যেতে হবে!/:)
ডাবল এই খাটুনী বাচিয়ে দিতে পারেন, যদি বাসায় প্রিন্টার; আর পকেটে ভাল মানের একটা ক্যামেরা ফোন থাকে। :)
অনেকে কোয়ালিটি নিয়ে ভাবতে পারেন। এই টিউনের শেষে দেখতে পারবেন বাজারের দেড় লাখ টাকা দামের ডিজিটাল ফটোকপি মেশিনের চেয়েও চকচকে প্রিন্ট সম্ভব মোবাইলে, যদি ম্যাক্রো মুডের সুবিধাসহ মোবাইল ব্যবহার করেন।B-)

টিউটোরিয়াল

1. প্রথমে ম্যাক্রো বা ক্লোজাপ মুডে ছবি তুলে নিন। ভাল আলোতে হাত না কাঁপিয়ে তুলবেন। আমরা নিচের মত ছবি পেলাম। (ক্যামেরায় ম্যাক্রো/ক্লোজাপ না থাকলে নরমাল মুডে পরিষ্কার করে ছবি তুলুন)
ক্লোজাপ/ম্যাক্রো মুড অপশনটা মোবাইলে নিচের মত পাবেন, যদি ক্যামেরা সাপোর্ট করে তো!
(সাপোর্ট না করলে জোর করে করানোর কোন উপায় নাই।/:) নেক্সটবার মোবাইল কেনার সময় মেগা পিক্সেল না দেখে ক্যামেরা অটোফোকাস সাপোর্ট করে কিনা আর লেন্সটা কার্ল জেইস টাইপ ব্যান্ডের কিনা জেনে কিনুন। কারণ মোবাইল ক্যামেরায় মেগা পিক্সেল ধুয়ে পানি খাওয়া ছাড়া অন্য কাজে তেমন লাগেনা /:))
2. ছবির দুটিকে বাড়তি অংশ রয়েছে। এছাড়া ছবিটিকে সাদাকালো বানাতে হবে। তাই ফটোশপে ছবিটি ওপেন করুন। 1নং এর Crop Tool ব্যবহার করে বাড়তি জায়ড়াগুলো ফেলে দিন।

3. এবার Image>Mood থেকে Grayscale সিলেক্ট করে ছবিকে সাদাকালো বানিয়ে দিন।
4. এবার Image>Adjustment> Brightness/Contrast এ ক্লিক করে কন্ট্রাস্ট  অ্যাডজাস্ট করুন। কন্ট্রাস্ট 100 দেবেন ব্রাইটনেস ইচ্ছে মত। এই ধাপটি আপনাকে ৫-৬ বার করতে হবে।
এভাবে ৫-৬ বার কন্ট্রাস্ট 100 করায় ছবিটি নিচের মত হয়ে যাবে। 1 ক্লিকে করতে ফটোশপের B/W বানানোর এই প্লাগইনসটা ব্যবহার করতে পারেন।
এখন চাইলে অপ্রয়োজনীয় অংশগুলো পরিষ্কার করতে পারেন। না চাইলে নাই। পরিষ্কার করতে ইরেজার টুল সিলেক্ট করুন। এরপর ঘষে পরিষ্কার করুন।
ফাইনালী আমাদের ছবি রেডি সেটা দেখতে হল এরকম :D
এবার ছবিটি সেভ করুন। প্রিন্টের জন্য ফটোশপ ব্যবহার করবেন না। কারণ এটা ছবি হিসাবে প্রিন্ট করবে, সময় বেশী লাগবে, কালির খরচ বেশী হবে। তারপরও কোয়ালিটি ভাল পাবেন না। ছবিকে ডকুমেন্ট হিসাবে প্রিন্টের জন্য ব্যবহার করতে হয় ইলাস্ট্রেটর। সেভ করা ছবিটি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করুন।
এবার প্রিন্ট চাপুন! :D :D
পেয়ে গেলেন ঝকঝকে, তকতকে ক্লিয়ার ডিজিটাল ফটোকপি যেটা অরজিনাল পেপারের চাইতেও ক্লিয়ার!! :D

নিচে কাগজে প্রিন্টকৃত বাস্তব ডেমো দেখানো হয়েছে

(সকল ছবি ও ফটোকপির কাজ NOKIA N73 দিয়ে করা হয়েছে)

0 comments:

More