সাধারনত মোবাইল ফোন চুরি হলে কিছু করার থাকেনা । কিন্তু যারা S60v3 মানে
হ্যান্ডসেট যেমন নকিয়া এন ৭৩ জাতীয় সেট ব্যবহার করছেন তারা একটু আশার আলো
দেখতে পারেন। আপনারা জানেন যে Samsung ইতিমধ্যে
Mobile Tracker নামে যে Built In সফটওয়্যার ছেড়েছে তা ব্যাপক জনপ্রিয়তা
পেয়েছে। Guardian-Mobile তেমনি এক ধরনের সফটওয়্যার যা মোবাইল চুরি হলে
চোরের মোবাইল নাম্বার আপনাকে জানিয়ে দিবে। তেমনি আর ও কিছু সুবিধা দিচ্ছে
যা আপনি কল্পনা করতে পারবেননা। তা হল
Guardian-Mobile Install করার পর ছবি অনুসারেঃ
Authorized Sims Menu তে আমি আমার বাবা, মা, ভাই এর নাম্বার দিলাম যাতে
সবাই চোরের তথ্য গুলো পাই। এখন চোর যখনই আমার সিম
বদলাবে তখন আমার বাবার নাম্বারে চোরের নাম্বার পৌছে যাবে,--- নিচের ছবির মত

চোরের অবস্থান জানার জন্য আমি আমার বাবার মোবাইল থেকে চোরের নাম্বারে sms
করলাম *12345*localize* লিখে [উপরের চিত্ত্রে দেখুন, বিঃদ্রঃ এখানে
12345 হল আমার password বা Secret Code(১ নং দেখুন)]
আজব কারবার ! আমার বাবার মোবাইলে SmS আসলো Google Map এর লিংক। এইবার
চোরের অবস্থান জানুন ঐ লিংক দিয়ে…… হি! হি! পালাবি কোথায়??
(Robayeth--Techtunes)
উল্লেখিত Code গুলো send করুন চোরের নাম্বার এ। চোরের নাম্বার বলতে ১নং এ
পাওয়া চোরের নাম্বারটিতে। আরও অনেক সুবিধা রয়েছে যা সময়ের সল্পতার কারনে
বলতে পারলাম না। এজন্য Download Link a আমি দুটি PDF ফাইল দিয়ে দিলাম।
(Robayeth--Techtunes) ডাউনলোড
এখান থেকে Guardian Unsigned Install করবেন। এখন কথা হল Install হবে না ।
কি…মাইন্ড করছেন? চিন্তার কিছু নেই। প্রবলেম লেনেকা নেহি, দেনেকা আমি
যে Version টা দিয়েছি তা হল Cracked ভার্সন এবং UNSIGNED. এটি Install করতে
হলে আপনার Phone Hack করতে হবে। তা করার জন্য এই টিউন গুলো দেখুন। নিচের
যে কোন একটা পদ্ধতি Follow করুন।
সাইন (sign) করেই সফট্ওয়ার ঢুকান নোকিয়ার S60 V3 ও V5 সেটগুলোতে!!
অথবা
কম্পিউটারে এ্যাপ্লিকেশন সাইন করার ২টি সহজ পদ্ধতি
১। INVISIBLE SMS & SIM CHANGED NOTIFICATION
(মোবাইল এর সিম বদলালে আপনাকে জানিয়ে দিবে ,চোরের নাম্বার)
Guardian-Mobile Install করার পর ছবি অনুসারেঃ- Status: সফটওয়্যার টি চালু করুন Enable দিয়ে
- Recipient: মোবাইল চুরি হওয়ার পর চোর সিম বদলালে ,চোরের নাম্বার যার নাম্বার এ পৌছাবে। এক্ষেত্রে আমি আমার বাবার নাম্বার সেট করলাম।এর মানে চোর আমার সিম বদলালে, চোরের সব তথ্য আমার বাবার মোবাইলে পৌছাবে।
- Sim Text: ( যা আছে তাই)
- Secret Code: এটি খুব জরুরি। আপনার পাসওয়াড তৈরি করুন।
- Protect Application: Immediate সিলেক্ট করুন
Authorized Sims Menu তে আমি আমার বাবা, মা, ভাই এর নাম্বার দিলাম যাতে
সবাই চোরের তথ্য গুলো পাই। এখন চোর যখনই আমার সিম
বদলাবে তখন আমার বাবার নাম্বারে চোরের নাম্বার পৌছে যাবে,--- নিচের ছবির মত

২। PROTECTION AGAINST UNAUTHORIZED UNINSTALL
( চোর যাতে করে সফটওয়্যার টি Uninstall করতে না পারে সেই জন্য Password Protection রয়েছে।)৩। LOCALIZE AND TRACK PHONE USING GPS AND CELL-ID
(এর মাধ্যমে চোর কোথায় অবস্থান করছে আপনি তা জানতে পারবেন।)
চোরের অবস্থান জানার জন্য আমি আমার বাবার মোবাইল থেকে চোরের নাম্বারে sms
করলাম *12345*localize* লিখে [উপরের চিত্ত্রে দেখুন, বিঃদ্রঃ এখানে
12345 হল আমার password বা Secret Code(১ নং দেখুন)]
আজব কারবার ! আমার বাবার মোবাইলে SmS আসলো Google Map এর লিংক। এইবার
চোরের অবস্থান জানুন ঐ লিংক দিয়ে…… হি! হি! পালাবি কোথায়??
(Robayeth--Techtunes)৪। RECOVER MESSAGES, PHONEBOOK ENTRIES AND CALLS FROM THE PHONE
২ নং নিয়ম অনুসরন করে আপনি ,চোর কাকে কাকে Call করেছে জানতে পারবেন। আপনার Message, Contact গুলু Recover করতে পারবেন। এজন্য নিচের ছবি লক্ষ্য করুন ---
উল্লেখিত Code গুলো send করুন চোরের নাম্বার এ। চোরের নাম্বার বলতে ১নং এ
পাওয়া চোরের নাম্বারটিতে। আরও অনেক সুবিধা রয়েছে যা সময়ের সল্পতার কারনে
বলতে পারলাম না। এজন্য Download Link a আমি দুটি PDF ফাইল দিয়ে দিলাম।
(Robayeth--Techtunes) ডাউনলোড
এখান থেকে Guardian Unsigned Install করবেন। এখন কথা হল Install হবে না ।
কি…মাইন্ড করছেন? চিন্তার কিছু নেই। প্রবলেম লেনেকা নেহি, দেনেকা আমি
যে Version টা দিয়েছি তা হল Cracked ভার্সন এবং UNSIGNED. এটি Install করতে
হলে আপনার Phone Hack করতে হবে। তা করার জন্য এই টিউন গুলো দেখুন। নিচের
যে কোন একটা পদ্ধতি Follow করুন। সাইন (sign) করেই সফট্ওয়ার ঢুকান নোকিয়ার S60 V3 ও V5 সেটগুলোতে!!
অথবা
কম্পিউটারে এ্যাপ্লিকেশন সাইন করার ২টি সহজ পদ্ধতি
এক নজরে যা যা করবেনঃ
- ১। ডাউনলোড লিংক থেকে Guardian-Mobile ডাউনলোড করুন। winRar এর সাহায্যে Extract করে Guardian Unsigned.sisx এবং Guardian Platinum Cracked Mobile এ প্রবেশ করান।
- ২। সাইন (sign) করেই সফট্ওয়ার ঢুকান নোকিয়ার S60 V3 ও V5 সেটগুলোতে!! OR কম্পিউটারে এ্যাপ্লিকেশন সাইন করার ২টি সহজ পদ্ধতি থেকে মোবাইল হ্যাক করুন তারপর Guardian Unsigned.sisx ইন্সটল করুন।
- ৩। সফটওয়্যার টি Registration করুন 00000000 (৮টি জিরো) দিয়ে।
- ৪। Guardian Platinum Cracked.sisx install করুন ,কাজ শেষ।
- ৫।আমার টিউন টি ভালভাবে আবার পড়ুন।



0 comments:
Post a Comment