বর্তমান সময়ে মোবাইল ফোন একটি বহুল ব্যবহৃত
একটি ইলেকট্রনিক্স ডিভাইস |আজকে আমি দেখাবো কিভাবে নষ্ট ফোন মেরামত করতে
হয় মোবাইল ফোন বিভিন্ন কারণে নষ্ট হতে পারে যেমন পানিতে পরে , আচার
খেয়ে ,হঠাত করে বন্ধ হযে যাওয়া, ভুল অপারেটিং এর জন্য |দুই কারণে মোবাইল ফোন নষ্ট হতে পারে এক হল সফটওয়ার দুই হার্ডওয়ার
প্রাথমিক সমাধান :প্রথমে
চেক করতে হবে বাটারিতে চার্জ আছে কিনা তা চেক করতে হবে অথবা অন্য বাটারি
দিয়ে চেক করতে হবে তারপর দেখতে হবে বাটারি কিংবা বাটারি কানেক্টরে কার্বন
আছে কিনা চেক করতে হবে
সফটওয়ার সমস্যার সমাধান : যদি
ফোনটি হঠাত করে বন্ধ হযে থাকে অথবা ভুল অপারেটিং এর জন্য নষ্ট হযে থাকে
তবে বেশির ভাগ ই তাতে সফটওয়ার সমস্যা হয় আর সফটওয়ার সমস্যা সমাধান করতে
হয় ফোন ফ্ল্যাশ দিয়ে |
হার্ডওয়ার সমস্যার সমাধান : যদি
ফোনটি পানিতে পরে নষ্ট হয় তবে ফোনের মাদার বোর্ড টি ভালো করে পেট্রল বা
থিনের দিয়ে ওয়াশ করতে হবে এবং 100w বাল্বের নিচে ১০ মিনিট রাখতে হবে



0 comments:
Post a Comment