ফেসবুক বর্তমানে পৃথিবীর এক নম্বর সামাজিক নেটওয়ার্ক। ইন্টারনেট যারা
ব্যাবহার করে তারা সবাইই ফেসবুক ব্যাবহার করে থাকে। অনেকেই ফেসবুকে মাধ্যমে
বিভিন্ন দেশের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে। অনেকের ফ্রেন্ড লিস্টে
থাকে আবার হাজার হাজার ফ্রেন্ড। কে আমাদের ফেসবুকে আনফ্রেন্ড করেছে এটা
জানাও সেজন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার ফেসবুক এমন কোন নোটিফিকেশানও দেয়
না যার মাধ্যমে আমরা জানতে পারবে। তাহলে আমরা কিভাবে জানব কেউ আমাদের
আনফ্রেন্ড করেছে কিনা ?
এটা জানতে কেবল নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুনঃ
প্রথমে এই ওয়েবসাইটটিতে যান।
তারপর To use this servise you have to accept the Terms of Use এ টিক মার্ক দিয়ে ফেসবুক দিয়ে Login করুন।
তারপর এই ডায়লগটি দেখাবে। Okay তে ক্লিক করুন।

তারপর আগের মত আবার যে ডায়লগটি দেখাবে সেখানে Privacy ঠিক করে Okay তে ক্লিক করুন।

এটা জানতে কেবল নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুনঃ






0 comments:
Post a Comment