ঘটনাটা কালকের । একটি ফ্যানপেজে হঠাৎ চোখে পড়ল একটি অশ্লীল ছবি দিয়ে
বলছে ভিকারুননেসা স্কুল এন্ড কলেজের এক শিক্ষিকার পর্ণ বের হয়েছে ডাউনলোড
করতে নিচের ঠিকানায় যান । এ পেজের মেম্বার ৪১০০০+ । কিন্তু ডাউনলোড লিংকটা
নিয়ে বেশ সন্দেহ হল । তাই ঘাটা শুরু করলাম । লিংকটা দেওয়া HTML এ (যে কোন
ওয়েবসাইটের পেজ তৈরির কোডগুলোকে HTML বলা হয়) । তারমানে লিংকটি নির্দিস্ট
কোন পেজে নিয়ে যাবে । লিংকটায় ঢুকলাম কিন্তু মজিলা ও গুগল ক্রোমে এ লিংকটা
নাকি কাজ করবে না শুধু কাজ করবে ইন্টারনেট এক্সপ্লোরারে । ঢুকলাম এবং যা
ভাবছিলাম তাই হল । লিংকে ঢুকার পর ফেসবুক একাউন্টে লগিন করতে বলছে । লগিন
যেই করবে তার একাউন্টই হ্যাক হবে । এবং কালকে অনেকের একাউন্ট হ্যাক হয়েছে ।
কেন হ্যাক হবে তার আগে একটা তথ্য দেই । পিসিং কি :
পিসিং হল ধোঁকা বা ফাঁদ । যেমন ধরুন আপনাকে আমি, ঠিক ফেসবুকের লগইন করার পেজ এর মত একটা পেজ বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম । আপনি মনে করবেন ফেসবুকে হয়ত লগিন করতে বলছে । কিন্তু ওটা আসলে ফেসবুকে লগিন করার পেজ না নিজের বানানো একটি পেজ । এখন ঐ পেজে লগিন করলেই আপনার আইডি আর পাসওয়ার্ড আমি পেয়ে যাব । ফেসবুকসহ অন্যান্য যেকোন একাউন্ট হ্যাক করার সবচেয়ে সহজ উপায় এটি ।
কেমন করে বুঝবেন কেউ আপনাকে পিসিং পেজ পাঠিয়েছে:
১।আপনি ফেসবুকে লগিন অবস্থায় আছেন অথচ তাও আপনাকে নতুন করে লগিন করতে বললে ।
২। লগিন করতে বলার সময় ফেসবুক.কম এর ঠিকানার সাথে বাড়তি কিছু যুক্ত থাকলে । যেমন: http://www.ফেসবুক.com/4fi0rkae/aie
৩। বারবার লগিন করলেও ঐ পেজ পরিবর্তন হবে না ।
*সবচেয়ে বড় কথা আপনি যদি আপনার ফেসবুক একাউন্টটি মোবাইল ভেরিফিকেসন করে রাখেন তাহলে হয়ত অনেক বিপদ থেকে রক্ষা পাবেন ।
*যদি অনেকে আপনার নিজস্ব পিসি ওর ল্যাপটপ ইউজ করে তবে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখবেন না ।
*ফেসবুকের সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে রাখুন ।
*ইমেল আইডি আর ফেসবুক আইডির পাসওয়ার্ড আলাদা রাখুন ।
*পাসওয়ার্ড একটু শক্ত রাখতে পারেন । যেমন: *&$#! এসব দিতে পারেন ।
*আর যদি কোন কারনে একাউন্ট হ্যাক হয়েই যায় http://www.ফেসবুক.কম/hacked । এই ঠিকানায় ঢুকে ওদের নির্দেশনা অনুসরন করুন । আশা করা যায় আপনার আইডি পেয়ে যাবেন ।
*পেনড্রাইভ দিয়ে যে কেউ আপনার পিসিতে সেভ করা সব পাসওয়ার্ড চুরি করতে পারে । এজন্য AUTORUN অফ করে রাখুন । আর মজিলার জন্য মাস্টার পাসওয়ার্ড দিয়ে রাখুন ।
এভাবে Tools > Options > Security> Use a master password ।
*ফেসবুকের আপনার স্ট্যাটাস,ফ্রেন্ডলিস্টসহ সব তথ্য ডাউনলোডও করতে পারেন । Account settings এ গেলেই নিচে ডাউনলোড করার লিংক দেখতে পাবেন ।
কেন হ্যাক হবে তার আগে একটা তথ্য দেই । পিসিং কি :
পিসিং হল ধোঁকা বা ফাঁদ । যেমন ধরুন আপনাকে আমি, ঠিক ফেসবুকের লগইন করার পেজ এর মত একটা পেজ বানিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম । আপনি মনে করবেন ফেসবুকে হয়ত লগিন করতে বলছে । কিন্তু ওটা আসলে ফেসবুকে লগিন করার পেজ না নিজের বানানো একটি পেজ । এখন ঐ পেজে লগিন করলেই আপনার আইডি আর পাসওয়ার্ড আমি পেয়ে যাব । ফেসবুকসহ অন্যান্য যেকোন একাউন্ট হ্যাক করার সবচেয়ে সহজ উপায় এটি ।
কেমন করে বুঝবেন কেউ আপনাকে পিসিং পেজ পাঠিয়েছে:
১।আপনি ফেসবুকে লগিন অবস্থায় আছেন অথচ তাও আপনাকে নতুন করে লগিন করতে বললে ।
২। লগিন করতে বলার সময় ফেসবুক.কম এর ঠিকানার সাথে বাড়তি কিছু যুক্ত থাকলে । যেমন: http://www.ফেসবুক.com/4fi0rkae/aie
৩। বারবার লগিন করলেও ঐ পেজ পরিবর্তন হবে না ।
*সবচেয়ে বড় কথা আপনি যদি আপনার ফেসবুক একাউন্টটি মোবাইল ভেরিফিকেসন করে রাখেন তাহলে হয়ত অনেক বিপদ থেকে রক্ষা পাবেন ।
*যদি অনেকে আপনার নিজস্ব পিসি ওর ল্যাপটপ ইউজ করে তবে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ রাখবেন না ।
*ফেসবুকের সিকিউরিটি প্রশ্নের উত্তর দিয়ে রাখুন ।
*ইমেল আইডি আর ফেসবুক আইডির পাসওয়ার্ড আলাদা রাখুন ।
*পাসওয়ার্ড একটু শক্ত রাখতে পারেন । যেমন: *&$#! এসব দিতে পারেন ।
*আর যদি কোন কারনে একাউন্ট হ্যাক হয়েই যায় http://www.ফেসবুক.কম/hacked । এই ঠিকানায় ঢুকে ওদের নির্দেশনা অনুসরন করুন । আশা করা যায় আপনার আইডি পেয়ে যাবেন ।
*পেনড্রাইভ দিয়ে যে কেউ আপনার পিসিতে সেভ করা সব পাসওয়ার্ড চুরি করতে পারে । এজন্য AUTORUN অফ করে রাখুন । আর মজিলার জন্য মাস্টার পাসওয়ার্ড দিয়ে রাখুন ।
এভাবে Tools > Options > Security> Use a master password ।
*ফেসবুকের আপনার স্ট্যাটাস,ফ্রেন্ডলিস্টসহ সব তথ্য ডাউনলোডও করতে পারেন । Account settings এ গেলেই নিচে ডাউনলোড করার লিংক দেখতে পাবেন ।



0 comments:
Post a Comment